বরগুনা সংবাদদাতা:
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লাকে সদর থানাধীন লাকুরতলা এলাকা থেকে গ্রেফতার করে বরগুনা সদর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, (১৯এপ্রিল) রাত ১২ টার দিকে বরগুনা সদর থানাধীন লাকুরতলা এলাকা থেকে দক্ষিণ বরগুনার মোশাররফ হোসেন মোল্লার ছেলে আব্দুল হালিম মোল্লাকে(৫২) বরগুনা সদর থানা পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, তিনি বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ৬, তারিখ ০৪/০২/২০২৫ এর এজাহার নামীয় আসামি।
এ ছাড়াও হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানো সহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিলো। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১টি, চাঁদাবাজী ২টি, বিস্ফোরক আইনে ১টি, মাদক আইনে ১টি, অন্যান্য ধারায় ৪টি, সহ মোট ০৯টি মামলা রয়েছে। তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি
Leave a comment