রাঙামাটি প্রতিনিধি:
পশ্চিম সোনাইছড়ির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ বিহার প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মাহা সাংগ্রাই (মুইতা রিলিং পোয়েঃ) জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দিপু) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলকেলি উৎসবের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাহাবুবুল বাসেত (অপু)। জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিংকু চাকমা। জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন(বালি)। কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকা থেকে আসা মারমা, রাখাইনের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে জলকেলি উৎসবকে আনন্দময় করে তোলেন।
Leave a comment