Monday , 28 April 2025
Home সারাদেশ মেয়ের ধর্ষণ মামলায় বাবার ফাঁসির রায়
সারাদেশ

মেয়ের ধর্ষণ মামলায় বাবার ফাঁসির রায়

‎চুয়াডাঙ্গা সংবাদদাতা:


‎চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা আলতাফ হোসেনকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


‎দণ্ডপ্রাপ্ত আসামি আলতাফ হোসেন(৪৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত সাদেক আলী মৃধার ছেলে। তিনি তার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা হুদাপাড়া গ্রামে বসবাস করতেন।


‎আদালত সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনী ইউনিয়নে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পেটে ব্যথা ও বমি বমি ভাব হলে পরীক্ষা করা হয়। এতে ২-৩ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে।


‎ভুক্তভোগী জানায়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর বোনের বাড়িতে তার মা বেড়াতে যায়। ওইদিন রাতে ঘরে একা পেয়ে তার বাবা তাকে ধর্ষণ করে। হত্যার ভয় দেখিয়ে পরবর্তী ২-৩ মাসে আরও ৭-৮ বার ধর্ষণ করে তার বাবা। ২০২৪ সালের ৭ মার্চ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।



‎মামলার তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী গত ২০২৪ সালের ১১ ডিসেম্বর অভিযুক্ত আলতাফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ৮ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলায় রায় ঘোষণা করেন আদালত।


‎চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌসল (স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল বলেন, কিশোরী ধর্ষণ মামলায় তার বাবা আলতাফ হোসেনকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করার আদেশ দেন। জরিমানার আদেশ তার (দণ্ডিত ব্যক্তির) জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী পর্যায়ে প্রথম দায়-দেনা হিসেবে বিবেচিত হয়েছে, আদালত এটা রায়ে উল্লেখ করেছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

নিখোঁজের ৭ দিন পর তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ৭ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয়...

সারাদেশ

সরাইলে বিশেষ অভিযানে বিভিন্ন চোরাই মাল আটক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের...

চট্রগ্রাম বিভাগসারাদেশ

চাঁদাবাজ বিএনপি নেতার বহিষ্কার চেয়ে মানববন্ধন

চট্রগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে...

সারাদেশ

পারভেজ হত্যা মামলার আসামি মাহাথিরকে চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরেক...