বরগুনা সংবাদদাতা:
গতকাল রবিবার (১৩ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর থানা প্রশাসনের অভিযানে বরগুনা উপজেলা পরিষদের পেছনের পুকুর ঘাট সংলগ্ন এলাকা থেকে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, মাদক সেবন অপরাধে ১) মোঃ সোহাগ(৪৪) পিতা- মোঃ আলি আকবর সাং- পশ্চিম বরগুনা, ২ ) মোহাম্মদ মহসিন(৪৫) পিতা মৃত তোফায়েল মিয়া সাং- বিকেপি সড়ক, ৩) মোঃ ফারুক(৩৮) পিতা মৃত আবুল হোসেন সাং- ডিকেপি সড়ক, ৪ ) মাহমুদুল হাসান( ৪৩) পিতা মৃত আব্দুল মালেক মিয়া সাং- সাহা পট্টি, ৫) শহিদুল ইসলাম (৩৬) পিতা মৃত শানু মিয়া সাং- কলেজ ব্রাঞ্চ সড়ক, ৬) মোহাম্মদ মিঠুন(২৭) পিতা- মোঃ দেলোয়ার হাওলাদার সাং-ঢলুয়া। সবার থানা ও জেলা বরগুনাদের গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান এ বিষয়ে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত মাদকসেবীদের ডোপ টেস্ট রেজাল্ট পজিটিভ পাওয়ায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আজ সোমবার(১৪ এপ্রিল) গ্রেফতারকৃত মাদকসেবীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।
তিনি আরো বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সকলপ্রকার অভিযান অব্যাহত রয়েছে। মাদকের অভিযান অব্যাহত থাকবে।
Leave a comment