Saturday , 12 July 2025
Home সারাদেশ ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন
সারাদেশ

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা সংবাদদাতা :

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওরফে মো: সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে, কুপিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে শহরের পৌর সুপার মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যার ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি নারকীয় নৃশংসতা। এ ঘটনায় জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এই দেশে কোনো ঘটনা ভাইরাল না হলে বিচার হয় না, কেউ কথা বলে না। কিছু রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা চাঁদাবাজরা চাঁদা তুলে ভাগ দেয়, ধরা পড়লে দলের লোকজন তাদের বহিষ্কার করে মুখ বাঁচায়। ভাইরাল হলে তখন বিচারের নাটক হয়।’

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই নির্মম হত্যার বিচার যেন দৃষ্টান্ত স্থাপন করে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন ঘটনা করার সাহস না পায়।’

নিহত সোহাগের মেয়ে সোহানা ও ছেলে সোহান বলেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব। বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’

সোহাগের বোন ফাতেমা বেগম বলেন, ‘আমার ভাই প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে ব্যবসা করছিলেন। প্রতি মাসে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এছাড়াও তার ব্যবসাটাও নিতে চেয়েছেন অভিযুক্তরা। তবে আমার ভাই তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা আমার ভাইকে ডেকে নিয়ে মারধর করেন এবং নির্মমভাবে পাথর মেরে হত্যা করে।’

সোহাগের মামা মো: মন্টু মিয়া বলেন, ‘সোহাগ অনেক ভালো ছেলে ছিল। তাকে যেভাবে মারা হয়েছে ওইভাবে কোনো পশুর সাথেও কেউ আচরণ করেনা। যারা এ ধরনের কাজ করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই, ফাঁসি চাই।’

নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিলেন হত্যাকারীরা। আমার স্বামীর ব্যবসা তাদের সহ্য হচ্ছিল না। তারা প্রতি মাসে দু’লাখ করে চাঁদা চেয়েছিল। আমার স্বামী তা দিতে চায়নি। এ কারণেই তাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:

মো: মাসুম বিল্লাহ্, বরগুনা: বরগুনায় একটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট ও স্থানীয়...

সারাদেশ

বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষ

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের...

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ড্রেজার জব্দ ও জরিমানা

বাঁশখালী, চট্রগ্রাম সংবাদদাতা: চট্রগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে বালি উত্তোলনের সময়...

সারাদেশ

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু সংক্রমণ

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারন করছে। দেশের ডেঙ্গুর...