Friday , 4 July 2025
Home সারাদেশ অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ড্রেজার জব্দ ও জরিমানা
সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতার ড্রেজার জব্দ ও জরিমানা

বাঁশখালী, চট্রগ্রাম সংবাদদাতা:

চট্রগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে বালি উত্তোলনের সময় দুটি ড্রেজার আটক করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) কুতুবদিয়া চ্যানেলের ছনুয়া ইউনিয়নের মনু মিয়াজী ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন করায় ড্রেজার জব্দ করে কোস্ট গার্ড। পরে ড্রেজার দুটিসহ বালু উত্তোলন কাজে নিয়োজিত ৭-৯ জন শ্রমিককে গণ্ডামারা খাটখালী ঘাটে নিয়ে যায় কোস্ট গার্ডের টহল টিম।

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, জব্দ করা ড্রেজার দুটি ছাড়িয়ে নিতে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরী ইউএনও অফিস সহ বিভিন্ন জায়গায় লবিং করেন। সারাদিনের নাটকীয়তা শেষে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ দুটি ড্রেজার নিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে কোস্টগার্ডের খাটখালী জোনের একটি টহল টিম ঘটনাস্থলে হাজির হয়। এসময় বালু উত্তোলনের জন্য প্রশাসনের অনুমতি সম্বলিত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ড্রেজার দুটি খাটখালী ঘাটে নিয়ে যাওয়া হয়।

পরে রাত আনুমানিক ৮টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে খাটখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার দুটি জব্দ করা হয়। এসময় ড্রেজার দুটিকে দুই লাখ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানা পরিশোধ করলেও তাৎক্ষণিক পরিশোধ না করায় আরেকটি ড্রেজার জব্দ করা হয়। ওই ড্রেজারের মাঝি মো. ইউসুফকে (৪৫) ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইউসুফ ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ মঙ্গলচর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

কোস্ট গার্ডের খাটখালী জোনের কোম্পানি কমান্ডার (সিসি) বলেন, এসিল্যান্ড স্যার এসে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। একটি বাল্কহেড এর মালিকপক্ষ এসে জরিমানা দিয়ে নিয়ে গেছে। আরেকটি জরিমানা দিতে না পারায় জব্দ করা হয়েছে এবং মাঝিকে থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন বলেন, মনুমিয়াজি ঘাট এলাকায় নদীতে বল্কহেড ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি বাল্কহেড ড্রেজার আটক করা হয়। দুটি ড্রেজারবাহী বোটকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা ৬ মাস কারাদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। একটি বাল্কহেড জরিমানার অর্থ নগদ পরিশোধ করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। অপরটির জরিমানা তাৎক্ষণিক পরিশোধ না করায় সেটিকে জব্দ করে কোস্ট গার্ডের হেফাজতে দেয়া হয়। বোটে থাকা ১ জনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে সাগরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চলছিল। বেড়িবাঁধের নাম করে বালু তুললেও চলছিল বালুর রমরমা ব্যবসা। এই কাজে দক্ষিণ জেলা বিএনপির এক নেতাও জড়িত আছেন। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের সদস্যরা মনুমিয়াজী ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন করে কুতুবদিয়াসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:

মো: মাসুম বিল্লাহ্, বরগুনা: বরগুনায় একটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট ও স্থানীয়...

সারাদেশ

বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষ

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের...

সারাদেশ

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু সংক্রমণ

বরগুনা সংবাদদাতা : বরগুনায় ডেঙ্গু এখন মহামারি আকার ধারন করছে। দেশের ডেঙ্গুর...

সারাদেশ

নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতে মগ্ন মাদরাসা সুপার রুহুল আমিন

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর ঈদগাহ দাখিল মাদরাসার...