Wednesday , 30 July 2025
Home সারাদেশ মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সারাদেশ

মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সর্বস্তরে মাদক নির্মূল এবং সাঞ্জুয়ারভিটা এলাকার একাধিক মাদক ব্যবসায়ী কর্তৃক অবৈধ ব্যবসা বন্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাঞ্জুয়ারভিটা এলাকার সাধারণ জনগণ। অংশগ্রহণকারীরা নিজ নিজ ব্যানারে মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ী এখন নিজেদের দোষ আড়াল করতে নিরীহ মানুষদের হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামি বাংলাদেশের উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আন্তরিক হয়, তাহলে খুব সহজেই মাদক নির্মূল সম্ভব। পাশাপাশি, যারা সমাজের শান্তিপ্রিয় মানুষদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি করছে, তাদেরও কঠোর শাস্তি হওয়া দরকার।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করে।

এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদ বলেন, “মাদক নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা সজাগ। আইনানুগভাবে যা করণীয়, তা করা হবে।”

এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের দাবি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ছাড়ালো

বরগুনা সংবাদদাতা : দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। একইসাথে...

সারাদেশ

বরগুনা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন

বরগুনা সংবাদদাতা : বরগুনা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি কক্ষ পুড়ে...

সারাদেশ

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা সংবাদদাতা : রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওরফে মো:...

সারাদেশ

বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:

মো: মাসুম বিল্লাহ্, বরগুনা: বরগুনায় একটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট ও স্থানীয়...