Wednesday , 30 July 2025
Home সারাদেশ নারায়ণগঞ্জে ৭ খুন মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর করতে মানববন্ধন
সারাদেশ

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর করতে মানববন্ধন

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় দ্রুত কার্যকর ও আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও সাত খুন মামলার বাদী সেলিনা ইসলাম বলেন, আমরা স্বজনদের হারিয়েছি ১১ বছর পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট খুনিদের ফাঁসি দেননি। বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের একটাই দাবি, অন্তত আমাদের সাতটি পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করা হোক। আমি আইন উপদেষ্টার প্রতি আবেদন করছি, আমরা সাতটি পরিবার কর্তা হারা হয়েছি। আমাদের অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটা নিষ্পত্তি করা হোক। আমরা জীবিত থাকতে এইটুকু দেখে যেতে চাই।

নিহত গাড়িচালক জাহাঙ্গীর আলমের স্ত্রী সামসুন নাহার বলেন, তার স্বামী জাহাঙ্গীর হত্যার ২ মাস ১০ দিন পর তার মেয়ে রওজা মনির জন্ম হয়। মেয়েটি তার বাবার আদর পায়নি। সে তার বাবার হত্যার বিচারও দেখতে পেল না।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ৩৫ আসামির মধ্যে সাবেক কাউন্সিলর নূর হোসেন, অব্যাহতিপ্রাপ্ত র‌্যাব-১১ সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। উচ্চ আদালত ২০১৮ সালে ২২ আগস্ট নূর হোসেন ও র‌্যাবের সাবেক ৩ কর্মকর্তাসহ ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল ও ১১ জনকে যাবজ্জীবন ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Related Articles

সারাদেশ

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ছাড়ালো

বরগুনা সংবাদদাতা : দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। একইসাথে...

সারাদেশ

বরগুনা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন

বরগুনা সংবাদদাতা : বরগুনা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি কক্ষ পুড়ে...

সারাদেশ

ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা সংবাদদাতা : রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওরফে মো:...

সারাদেশ

বরগুনায় প্রভাবশালীদের বিরুদ্ধে বসতবাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন:

মো: মাসুম বিল্লাহ্, বরগুনা: বরগুনায় একটি অসহায় পরিবারের বসতবাড়ি ভাঙচুর-লুটপাট ও স্থানীয়...